ঝিনাইদহের শৈলকুপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ‘বালক (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার স্থানীয় ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে মির্জাপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, হাকিমপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জিকু, সারুটিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে স্থানীয় ডিগ্রি কলেজ মাঠে সারুটিয়া ও দিগনগর ইউনিয়ন দলের মধ্যে দিগনগর ইউনিয়ন দল অনুপস্থিত থাকায় ১-০ গোলে সারুটিয়া ইউনিয়ন দলকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল