ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বৃহস্পতিবার সাবিনা পার্কে জ্যামাইকা তালাওয়াস মুখোমুখি হয়েছিল সেন্ট লুসিয়া জোকসের। ম্যাচের তখন ১৪ ওভার চলছে। শূন্য রানে ব্যাট করছিলেন জ্যামাইকার আন্দ্রে রাসেল। এমন সময় পুল করতে যাওয়া বলটি ফাঁকি দিয়ে আঘাত করে ডান কানের কাছের হেলমেটে। সাথে-সাথে মাটিতে লুটিয়ে পড়েন রাসেল। মাঠে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
হাসপাতালে তার কানের নিচের অংশের স্ক্যান করানো হয়। পরে রিপোর্টে গুরুত্বর কিছু ধরা পড়েনি। এমন খবর নিশ্চিত করেছে রাসেলের দল জ্যামাইকা। তবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান তারা। পরের ম্যাচে রাসেলের খেলা নিয়ে এখনো নিশ্চিত করে বলতে পারেনি জ্যামাইকা।
বৃহস্পতিবার সাবিনা পার্কে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে সেন্ট লুসিয়া জোকস। পুরো ২০ ওভারে ৫ উইকেটে ১৭০ রান করে জ্যামাইকা। জ্যামাইকার ইনিংসের ১৪তম ওভারের পঞ্চম বলে কানের নিচে বলের আঘাত পান রাসেল। ৩ বল মোকাবেলা করে শুন্য রানে আহত অবসর হন তিনি।
১৭১ রানের জবাবে ২০ বল বাকী রেখেই ম্যাচ জিতে নেয় সেন্ট লুসিয়া জোকস।
বিডি প্রতিদিন/এনায়েত করিম