প্রায় ১০ বছর পর পাকিস্তানের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে মধ্যকার ওয়ানডে ম্যাচটি দেখতে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা আছেন অধীর আগ্রহে। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি।
গ্র্যান্ড সিটি করাচির ন্যাশনাল স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ উপলক্ষে সাজ সাজ রব পড়ে গেছে চারিদিকে। নজিরবিহীন নিরাপত্তার মাঝে টিকিট কেটে পাকিস্তান-শ্রীলঙ্কার খেলা দেখতে এসেছেন দর্শকরা। কিন্তু বেরসিক বৃষ্টি এসে বাগড়া দিয়েছে।
বাংলাদেশ বিকাল সাড়ে ৩টায় টস হওয়ার কথা থাকলেও তা এখনও পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।
এদিকে ড্রেসিংরুমে ছোট্ট একটা ক্যারাম বোর্ড নিয়ে বসে পড়লেন। খেলোয়াড় বদলে বদলে টুকটুক করে খেলছিলেন কয়েকজন। এর মধ্যেই ঝামেলা বাঁধালেন ওয়াহাব রিয়াজ।
পিসিবির পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, খেলা শুরু হতে দেরি হওয়ায় ড্রেসিংরুমে ছোট্ট একটা ক্যারাম বোর্ড নিয়ে বসে পড়েন ইমাম উল হক, শাদাব খান, মোহাম্মদ আমিররা। কিন্তু এর মাঝে এসেই ঝামেলা শুরু করেন ওয়াহাব রিয়াজ। পাড়ার খেলায় গণ্ডগোল পাকানোর জন্য যেমন কিছু লোক থাকে, ওয়াহাব রিয়াজের ভূমিকাটা তাই ছিল।
ভিডিওর প্রথমে দেখা যায়, মোহাম্মদ আমির আর শাদাব খান ক্যারাম খেলছিলেন। তাতে এসে বাগড়া দেন ওয়াহাব রিয়াজ। ওয়াহাবের যন্ত্রণায় বারবারই বোর্ড থেকে হাত সরিয়ে নিতে হচ্ছিল শাদাবের। এরপর আরও কয়েকজন আসেন খেলার জন্য। কিন্তু ওয়াহাব খেলতে দিলে তো? তিনি রীতিমতো ব্যাট হাতে নিয়ে ক্যারাম বোর্ডের গুটি পেটানো শুরু করে দেন! ক্রিকেট ব্যাট দিয়ে ক্যারাম খেলার ঘটনা মনে বিশ্বে এটাই প্রথম।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন