পাকিস্তান ক্রিকেট বোর্ড সরফরাজ আহমেদকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। আর সেই ঘোষণার ঠিক পরের মুহূর্তেই এত বড় ভুল! আর অধিনায়ক হিসেবে সরফরাজকে সরানোর সিদ্ধান্ত জানানোর পরই পিসিবি একখানা ভিডিও টুইট করে ভুল করে, আর সেই টুইট ঘিরেই যত ঝামেলা!
সেই ভিডিও দেখা যাচ্ছে, কোন কারণে পাকিস্তানের ক্রিকেটাররা ট্রেনিং সেশন চলার সময় আনন্দে নাচছেন। পরিস্থিতি এমন হয়ে উঠল যে মনে হবে, এদিকে সরফরাজকে অধিনায়ক পদ থেকে সরানো হল আর ওদিকে পাকিস্তানের ক্রিকেটাররা আনন্দে নেচে উঠলেন! পুরো ব্যাপারটা হয়ে উঠল দৃষ্টিকটূ। শেষমেশ পিসিবিকেও এমন অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইতে হল। এদিকে, পিসিবির এমন ভুল নিয়ে পাকিস্তান ক্রিকেটে অনেকেই সমালোচনা শুরু করেছেন। তাদের প্রশ্ন, একটি পেশাদার সংস্থা কীভাবে এমন ভুল করতে পারে! অনেকে আবার হাসাহাসিও শুরু করেছেন।
গোটা বিষয়টা সবার আগে নজরে পড়ে পাকিস্তানের একজন ক্রীড়া সাংবাদিকের। নিজের টুইটার পেজে তিনি পিসিবির সেই ভিডিও পোস্ট করে লেখেন, ''সরফরাজ আহমেদকে অধিনায়ক পদ থেকে বরখাস্ত করার পরই পিসিবি এই ভিডিও প্রকাশ করেছে। দারুণ! (যদিও ভিডিও'র ব্যাকগ্রাউন্ড কিন্তু এক বছর আগের)।''
সাংবাদিকের সেই টুইটে কয়েক মিনিটের মধ্যেই পিসিবির কর্তাদের নজরে পড়ে। আর তারা প্রায় সঙ্গে সঙ্গে সেই টুইট তুলে নেয়। এরপর রিটুইট করে ক্ষমাও চেয়ে নেয় পিসিবি। তারা লিখেছে, ''অনিচ্ছাকৃত ভুল। এমন পোস্টের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এই ভিডিও পোস্ট করার সময় সঠিক ছিল না। আমরা এই ভিডিও পোস্ট করেছি পূর্ব পরিকল্পনা অনুযায়ী। টি-২০ বিশ্বকাপের আর এক বছর বাকি। তারই প্রমোশনাল ক্যাম্পেইন হিসাবে এই ভিডিও পোস্ট করা হয়েছিল।''
বিডি প্রতিদিন/ ওয়াসিফ