Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : ৯ নভেম্বর, ২০১৯ ০৯:৪৯

এমবাপ্পেকে নিয়ে রিয়াল-পিএসজি'র বাকযুদ্ধ

অনলাইন ডেস্ক

এমবাপ্পেকে নিয়ে রিয়াল-পিএসজি'র বাকযুদ্ধ

বর্তমান সময়ের অন্যতম তরুণ ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। এবার তাকে নিয়ে বাকযুদ্ধে জড়াল রিয়াল মাদ্রিদ ও পিএসজি। সম্প্রতি কিলিয়ান এমবাপ্পের কথার পিঠে মন্তব্য করেছেন জিনেদিন জিদান। তবে তার মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পিএসজি। এটা ‘বিরক্তিকর’ এবং এসব বন্ধ করা উচিত বলে জানিয়েছিলেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো।

একদিন প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছিলেন এমবাপ্পে। সম্প্রতি এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জিনেদিন জিদান বলেছিলেন, “খেলোয়াড় নিজেই তার ভবিষ্যৎ ঠিক করে। তবে এখন সে পিএসজিতে। ভবিষ্যতে কি হয়, আমরা দেখব।”

তবে জিদানের মন্তব্য ভালোভাবে নেননি পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। তার মতে, জিদানের এমন মন্তব্য পিএসজিতে এমবাপ্পেকে অস্থির করে তুলছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ


আপনার মন্তব্য