২২ নভেম্বর, ২০১৯ ১৬:৪০

এক ওভারে দু’বার আউট ইমরুল!

অনলাইন ডেস্ক

এক ওভারে দু’বার আউট ইমরুল!

ফাইল ছবি

কলকাতার ইডেন গার্ডেনসের ঘণ্টা বাজিয়ে দিবারাত্রির টেস্ট ম্যাচে ভারতের মুখোমুখী বাংলাদেশ। দিবারাত্রির এ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। 

তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। প্রথম সেশনের দুই ঘণ্টাতেই সাজঘরে ফিরে গেছেন প্রথম ছয় ব্যাটসম্যান। এদিকে, ইন্দোর টেস্টের মতো কলকাতায়ও অধিনায়কের সিদ্ধান্তের সুবিচার করতে পারেননি ইমরুল কায়েস। টানা তিন ইনিংসে নামের পাশে দু-অঙ্কের সংগ্রহ জমানো সম্ভব হয়নি তার।

ইশান্তের করা ম্যাচের সপ্তম ওভারের প্রথম বলে ইমরুলকে আউট দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে নিজের ক্রিজে থাকা নিশ্চিত করেন ইমরুল। তখন তার সংগৃহে ছিল ৪ রান। কিন্তু বাঁহাতি এ ওপেনার দুই বলের বেশি স্থায়ী হয়নি। ওই ওভারেরই চতুর্থ বলে অফস্টাম্পের অনেক বাহির থেকে ভেতরে ঢোকানো বলে তাকে এলবিডব্লিউ করেন ইশান্ত। এ দফা রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।

শেষ পর্যন্ত আউট হওয়ার আগে দলীয় ১৫ রানের মাথায় ১৫ বল মোকাবেলা করে ৪ রান করে সাজঘরে ফিরে যান বাঁহাতি এ ওপেনার। 

এর ২ রান পরেই টাইগার শিবিরে জোড়া আঘাত জানেন উমেশ যাদব। তিনি প্রথমে ফেরান অধিনায়ম মুমিনুল হককে। রোহিত শর্মার দুর্দান্ত ক্যাচে পরিণত হবার আগে মুমিনুল ৭ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। মুমিনুলের বিদায়ের পর ক্রিজে আসেন মোহম্মদ মিথুন। তিনি প্রথম বলেই উমেশ যাদবের বলে বোল্ড আউট হয়ে যান। ১৭ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ।

এরপর দলীয় ২৬ রানে বাংলাদেশ দলের অন্যতম ভরসা মুশফিকুর রহিম সাজঘরে ফিরেন। তিনিও রানের খাতা খুলতে পারেননি। তাকে সাজঘরে ফেরান মোহম্মদ শামি। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর