টেস্ট ক্রিকেটের নতুন বিস্ময় বালক নাসিম শাহ। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ কিছুদিন আগেই তাঁর সম্পর্কে বলেছিলেন, ‘ও তো আমার অর্ধেক বয়সের। ওকে খেলা রোমাঞ্চকর হবে।’
১৬ বছর বয়সি সেই নাসিম শাহের টেস্ট অভিষেক হল বৃহস্পতিবার সকালে। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর আগে তাকে পাকিস্তান টেস্ট দলের সবুজ টুপি উপহার দেন বোলিং কোচ ওয়াকার ইউনিস। এই টুপি পরেই চোখ মুছতে দেখা যায় নাসিমকে।
নাসিমের টেস্ট অভিষেকের বিষয়টা কিছুদিন আগেই ঠিক হয়ে গিয়েছিল। কারণ পারথের পিচে অস্ট্রেলিয়া ‘এ’র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে পাকিস্তানের তরুণ পেসার নাসিম বিপক্ষ ব্যাটসম্যানদের নাকানিচোবানি খাইয়েছিল। গতি আর বাউন্সে নাজেহাল করে ছেড়েছিল বিপক্ষ ব্যাটসম্যানদের।
এই সফর চলাকালীনই মায়ের মৃত্যুসংবাদ এসে পৌঁছোয় নাসিমের কাছে। কিন্তু পরিবারের সকলের সঙ্গে কথা বলে দেশে না ফিরে পাকিস্তান দলের সঙ্গেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় নাসিম। আর বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মাটিতে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকের নজির গড়ল নাসিম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ