ইতিহাসটা আর রাঙ্গাতে পারেনি টাইগাররা। শুক্রবার ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় কলকাতা টেস্টের প্রথম দিনে পুরোপুরি ব্যাকফুটে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে অলআউট হয়। দিন শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৭৪ রান।
বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, আত্মবিশ্বাসের অভাবেই ব্যাটসম্যানরা খেলতে পারেননি।
অবশ্যই ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসের ঘাটতি আছে।
শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটাররা এ ধনের বোলিং লাইন-আপের বিপক্ষেও কোনো দিন খেলেনি। এমনকি ঘরোয়া ক্রিকেটও এ ধরনের বোলারদের মুখোমুখি হয়নি কখনো। মানসিক ও টেকনিক্যাল দিক থেকে দলের আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত