ওয়ানডে ক্রিকেটে উন্নতি করলেও, টেস্টে ১৯ বছরেও খুব একটা উন্নতি করতে পারেনি বাংলাদেশ। ক্রিকেটে টইগারদের আরো মনোযোগ দেয়া প্রয়োজন বলে মনে করেন অভিষেক টেস্ট খেলা সাবেক ক্রিকেটাররা।
নাঈমুর রহমান দুর্জয় বলেন, লঙ্গার ভার্সনের ক্রিকেট নিয়ে আরো গভীরভাবে চিন্তা করা উচিৎ। শর্টার ভার্সনগুলিতে আমরা পার পেয়ে গেলেও লঙ্গার ভার্সনে এখন তেমন ফল দেখতে পাইনি। বিচ্ছিন্নভাবে কিছু প্লেয়ার ভালো করলেও দলগতভাবে ভালো ফল পাওয়া যাচ্ছে না।
আকরাম খান বলেন, আমাদের যে কোয়ালিটি প্লেয়ার আছে, তাদের কিন্তু এর চেয়ে আরো ভালো পারফরমেন্স করার কথা। আমাদের মেইন ব্যাটসম্যানরা ফর্মে নাই, ওরা ভালো করছে না।
খালেদ মাসুদ পাইলট বলেন, ১৯ বছর আগে আমরা যখন টেস্ট স্ট্যাটাস পাই, তখনও আমরা প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৪০০ রান করি। ১৯ বছর পরে এসে লাস্ট ম্যাচে আমরা ভালো করি নাই, এই ম্যাচেও ভালো অবস্থা যাচ্ছে না। আমার মনে হয়, আরো ভালো ক্রিকেট খেলা উচিৎ। প্লেয়ার ভালো আছে, কিন্তু আমার মনে হয় প্রিপারেশনের ঘাটতি আছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন