কলকাতার ইডেন গার্ডেনে গোলাপি বলে দিবারাত্রির ঐতিহাসিক টেস্টের প্রথম দিন হতাশায় কাটিয়েছে বাংলাদেশ। সেখানে দুর্দান্ত দিন পার করেছে ভারত। তাতে ৬৮ রানের লিড নিয়েছে তারা। স্বাভাবিকভাবেই লিডটা বাড়িয়ে নেয়ার টার্গেট তাদের। সেই লক্ষ্যে ব্যাট করছে টিম ইন্ডিয়া।
শনিবার বাংলাদেশ সময় দেড়টায় শুরু হয়েছে ম্যাচের দ্বিতীয় দিন। প্রথম দিনের ৪৬ ওভারে ৩ উইকেটে ১৭৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ভারত। বিরাট কোহলি (৫৯) ও আজিঙ্কা রাহানে (২৩) রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করেন। এবাদত হোসেন ২টি এবং আল-আমিন হোসেন নেন ১ উইকেট। খেলায় ভারতের স্কোর দাঁড়িয়েছে ৫৭ ওভারে ২১০/৩।
বিডি-প্রতিদিন/শফিক