ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে আবারও শিরোপা বঞ্চিত হলো বাংলাদেশ। ৩০২ রানের বড় সংগ্রহ তাড়া করতে নেমে ২২৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ফলে ৭৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী পাকিস্তান।
এর আগে শনিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০১ রান সংগ্রহ করে পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দল। অন্যদিকে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ৪৩.৩ ওভার শেষে ২২৪ রানে গুটিয়ে যায়।
এশিয়া কাপ আর এশীয় যুব ক্রিকেটে এখনো ট্রফি জেতা হয়নি টাইগারদের। সেই অধরা ট্রফিটা ‘সোনার হরিণ’ হয়েই রয়েছে। এবারও পাকিস্তানের কাছে হেরে ইমার্জিং কাপের শিরোপা হাতছাড়া হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন