কলকাতার ইডেন গার্ডেনে গোলাপি বলে দিবারাত্রির ঐতিহাসিক টেস্টে ২৪১ রানের লিড নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ৩৪৭ রান।
দিবা-রাত্রিরে টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিরাট কোহলির সেঞ্চুরি আর আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পুজারার জোড়া ফিফটিতে ভর করে ৩৪৭ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১৩৬ রান করেন কোহলি। তার ৮৪তম টেস্টের ১৪১ ইনিংসে ২৭তম সেঞ্চুরি এটি।
ইডেন টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটিংয়ে ধ্স নামান বাংলাদেশ দলের তিন পেসার আল আমিন, ইবাদত হোসেন ও আবু জায়েদ রাহী। আল আমিন ও আবু জায়েদ রাহী তিনটি করে উইকেট লাভ করেন। অন্যদিকে ইবাদত হোসেন নেন দু'টি উইকেট।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন