ইংলিশ প্রিমিয়ার লিগে সেনেগালের তারকা সাদিও মানে ও ব্রাজিলের তারকা রবের্তো ফিরমিনোর গোলে ২-১ ব্যবধানে জিতেছে লিভারপুল। ম্যাচের ৪৯তম মিনিটে সাদিও মানের গোলে লিড নেয় লিভারপুল। ৮২ মিনিটের মাথায় সমতায় ফেরে ক্রিস্টাল প্যালেস। গোল করেন উইলফ্রেড জাহা। ৮৫ মিনিটের মাথায় ব্রাজিল তারকা ফিরমিনো গোল করলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
লিগে এ নিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত রইল পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি। ১৩ ম্যাচে ১২ জয় আর এক ড্রয়ে লিভারপুলের সংগ্রহ সর্বোচ্চ ৩৭ পয়েন্ট। দুইয়ে থাকা লিচেস্টার সিটির সংগ্রহ ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও সাউথ্যাম্পটনের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। ১৩ ম্যাচে চার জয় পাওয়া আর্সেনালের সংগ্রহ ১৮ পয়েন্ট, অবস্থান সাত নম্বরে। সব প্রতিযোগিতা মিলে শেষ ছয় ম্যাচে জয়শূন্য রইল উনাই এমেরির দল।
বিডি প্রতিদিন/এ মজুমদার