ঘরের মাঠে চেলসিকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরলো ম্যানচেস্টার সিটি।
শনিবার ইতিহাদ স্টেডিয়ামে চেলসিকে আতিথেয়তা জানায় সিটি। তবে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে দু’দল। কিন্তু ২১তম মিনিটে মাতেও কোভাসিচের পাসে সফরকারীদের এগিয়ে দেন ফরাসি ডিফেন্ডার কান্তে। তবে সাত মিনিট পরই সমতায় ফেরে পেপ গার্দিওলার শিষ্যরা। ডেভিড সিলভার অ্যাসিস্টে ব্রুইনার শট ব্লুজ ডিফেন্ডার জুমার গায়ে লেগে গোলে পরিণত হয়। আর ৩৭তম মিনিটে রিয়াদ মাহরেজ জয় নিশ্চিত করা গোলটি করে সমর্থকদের আনন্দে ভাসান।
লিভারপুলের বিপক্ষে আগের ম্যাচ হারা সিটি লিগে ১৩ ম্যাচে নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ