২৫ নভেম্বর, ২০১৯ ০৮:৫২

ওদের ধৈর্য কম: শাস্ত্রী

ক্রীড়া প্রতিবেদক

ওদের ধৈর্য কম: শাস্ত্রী

ফাইল ছবি

কলকাতা থেকে ইন্দোরে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কলকাতা ইডেন গার্ডেনে গোলাপি বলের দিবারাত্রির টেস্টেও মুমিনুলদের নিয়ে খুব বেশি আশা ছিল না। তবে লড়াই করবে এ প্রত্যাশা ছিল অনেকেরই। কিন্তু দাঁড়াতে পারল না টাইগাররা। প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অল আউট হয়। ৩৪৭ রান করে স্বাগতিকরা। 

শনিবার দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটিং লাইনে যে ধস নামে তাতে মনে হচ্ছিল ম্যাচ আর তৃতীয় দিনে মাঠে গড়াবে না। শেষ পর্যন্ত মুশফিকুর রহিমের প্রতিরোধে তা আর হয়নি। এমন হারেও ভারতীয় কোচ রবি শাস্ত্রী বলেন, ‘বাংলাদেশকে দুর্বল ভাবা ঠিক হবে না। ঘরের মাঠে শক্তিশালী তারা। তবে বিদেশে জ্বলে উঠতে পারে না। এ জন্য দরকার দেশের বাইরে বেশি বেশি টেস্ট খেলা। তা ছাড়া সাকিব ও তামিমের মতো উঁচুমানের ক্রিকেটার ছিল না। নিঃসন্দেহে তা দলের ওপর প্রভাব পড়েছে। আরেকটা ব্যাপার না বললেই নয়, টেস্ট ধৈর্যের খেলা। আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটাররা অনেকেই তা বুঝে উঠতে পারছে না। ওদের ধৈর্য কম।
 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর