ফিফা র্যাঙ্কিংয়ের ৫৫ নম্বর দল ফিনল্যান্ড। আর সেই ফিনল্যান্ডের কাছেই লজ্জায় ডুবলো বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ফিনল্যান্ডের জন্য এটি ঐতিহাসিক জয়। কেননা, এই প্রথমবারের মতো ফ্রান্সকে হারাল দলটি।
প্যারিসে বুধবার রাতে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে দলটি। প্রথমার্ধে গোল দুটি করেন দুই অভিষিক্ত মার্কাস ফ্রস ও ওননি ভালাকারি।
নেশন্স লিগের ম্যাচে আগামী শনিবার পর্তুগালের মুখোমুখি হবে ফ্রান্স। মঙ্গলবার খেলবে সুইডেনের বিপক্ষে।
ফিনল্যান্ডের বিপক্ষে আগের আট ম্যাচই জিতেছিল ফ্রান্স। অথচ এদিন তারা সুবিধা করতে পারল না।
২৮তম মিনিটে এগিয়ে যায় ফিনল্যান্ড। রাসমাস কারইয়ালানিয়েনের কাছ থেকে বল পেয়ে দ্রুত এগিয়ে গোলরক্ষককে এড়িয়ে জাল খুঁজে নেন মার্কাস ফ্রস।
ফ্রান্স ধাক্কা সামাল দেওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে ফিনল্যান্ড। জনি কাউকোর পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বিদ্যুৎ গতির শটে দূরের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন ভালাকারি।
গোলের জন্য মরিয়া ফ্রান্স একের পর এক আক্রমণে কাঁপিয়ে দেয় ফিনল্যান্ডকে। দলকে উদ্ধার করতে মাঠ আসেন দুই ফরোয়ার্ড গ্রিজম্যান, অ্যান্থনি মার্সিয়াল এবং মিডফিল্ডার কন্তে। কিন্তু তাতেও রক্ষা হয়নি।
বিডি প্রতিদিন/কালাম