করোনায় আক্রান্ত ক্রোয়েশিয়ান অধিনায়ক দেমাগোই ভিদা খেলছিলেন মাঠেই। প্রীতি ফুটবল ম্যাচে তুরস্ক-ক্রোয়েশিয়ার লড়াইটাও দারুণভাবে জমে উঠেছিল। তুরস্ক ২-১ গোলে এগিয়ে থাকা অবস্থায় বিরতিতে যায় দুই দল। আর তখনই আসে এই ভয়ানক খবর।
৩-৩ গোলের ড্র হওয়া ম্যাচের শুরুতে অবশ্য কেউই জানতো না করোনা পজিটিভ ভিদার। ম্যাচের বিরতিতে আসে সেই খবর। যদিও ম্যাচ শেষের আগে সেটি প্রকাশ করা হয়নি মাঠে। এই ম্যাচের জন্য করা করোনা টেস্টে নেগেটিভ ছিল ভিদার রিপোর্ট। কিন্তু উয়েফা নেশন্স লিগে সুইডেনের বিপক্ষে ম্যাচে নামার আগে করা রুটিন করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট আসে ভিদার।
জানা যায়, ক্রোয়েশিয়া দলের মেডিকেল টিম ভিদার কোভিড-১৯ পরীক্ষার ফল জানতে পারে ম্যাচের বিরতিতে। এর আগেই অবশ্য কোচ জ্লাতকো দালিচ ৩১ বছর বয়সী এই ডিফেন্ডারের বদলি নামানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
ম্যাচশেষে ক্রোয়েশিয়া তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, উয়েফার নিয়ম মেনেই সবকিছু করা হয়েছিল। গত সোমবার সব খেলোয়াড়ের প্রথম কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ