দীর্ঘ বিরতির পর আজ নেপালের বিপক্ষে ম্যাচ মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে রয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার বিকাল ৫টায় ‘মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ’-এর প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। বল দখলের লড়াইয়ে নেপাল ম্যাচের শুরু থেকে পিছিয়ে থাকলেও এখন সমতায় ফিরতে মরিয়া দলটি।
ফিফা ও এএফসির গাইডলাইন এবং স্বাস্থ্যবিধি মেনেই দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত