সম্প্রতি শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আসর। এবারের আসরে অনেক ক্রিকেটার ভালো খেললেও কিছু খেলোয়াড় তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। এমন পাঁচ ব্যর্থ বিদেশি খেলোয়াড়ের তালিকা তৈরি করেছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দর শেবাগ।
নিজের ওয়েব শো ‘বীরু কি বৈঠক’-এ সেবাগ প্রথমেই বলেছেন অ্যারন ফিঞ্চের কথা। সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার অধিনায়ককে এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জার্সিতে সাদামাটা দেখিয়েছে। ১২ ম্যাচে ২২.৩৩ গড়ে তিনি করেছেন ২৬৮ রান। সর্বোচ্চ ৫২।
এরপর ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের কথা বলেছেন সেবাগ। গতবারের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার রাসেল এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১০ ম্যাচে করেছেন মাত্র ১১৭ রান, নিয়েছেন ৬ উইকেট।
গত মৌসুমে তার গড় ছিল ৫৬-র বেশি। এবার সেটাই নেমে এসেছে ১৩-তে। সেবাগ বলেছেন, ‘এই মৌসুমে রাসেলকে কার্যকরী দেখায়নি। প্রতি ইনিংসেই আশা জাগিয়ে হতাশ করেছে ও। এই কারণেই কলকাতা প্লে-অফে উঠতে পারেনি।’
অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনকেও এই তালিকায় রেখেছেন সেবাগ। চেন্নাই সুপার কিংসের হয়ে ১১ ম্যাচে ২৯.৯০ গড়ে ২৯৯ রান করেছেন তিনি। এক সময় ৩ ম্যাচে তাকে দলের বাইরে রাখাও হয়েছিল।
তিনি বলেন, ‘সিএসকে-র ফ্যানদের মতো আমারও অনেক আশা ছিল এই ডিজেল ইঞ্জিনের (ওয়াটসন) থেকে। কিন্তু অনেক বার কিক মারার পরও তা ঠিকঠাক স্টার্ট নেয়নি। আর মৌসুমের শেষে ও হাল ছেড়ে দিয়ে অবসরের ঘোষণা করে দিল।’
আরেক অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের কাছেও এবারের আইপিএল দ্রুত ভুলে যাওয়ার মতো। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ১৩ ম্যাচে ১৫.৪২ গড়ে ১০৮ রান করেছেন তিনি। সেবাগ মজার সুরে বলেছেন, ‘ম্যাক্সওয়েল যেন প্রচুর টাকা বেতন নিয়ে ছুটি কাটাতে এসেছিল।’
হতাশ করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেনও। মাত্র ৩ ম্যাচ তিনি খেলেছেন। নিয়েছেন মাত্র ১ উইকেট। গড় ১৩৩। যা এবারের আইপিএলে সব বোলারদের মধ্যে খারাপ।
সেবাগ বলেছেন, ‘একটা সময় ছিল যখন সবাই স্টেনগানকে ভয় পেত। কিন্তু এই মৌসুমে স্টেনগানকে দেখা যায়নি। বরং ঘরোয়া পাইপ গানের দেখা মিলেছে। যেভাবে মার খেয়েছে, তা বিশ্বাস করা কঠিন। পরের মৌসুমে এই গানকে কেউ নেবে বলে মনে হয় না।’
সূত্র : আনন্দবাজার
বিডি প্রতিদিন/এমআই