সংযুক্ত আড়ব আমিরাতে এবারের আইপিএলে চেনা মেজাজে পাওয়া যায়নি অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে। কোটি টাকা খরচ করে ম্য়াক্সওয়েলকে দলে নিয়েছিল প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএল জুড়ে নিজের ব্যর্থতার জন্য সমালোচিত হয়েছেন ম্যাক্সওয়েল। এবার সেই অজি তারকাকে কটাক্ষ করতে ছাড়লেন না ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ।
২০২০ সালের আইপিএলে ১০.৭৫ কোটি টাকা খরচ করে গ্লেন ম্যাক্সওয়েলকে কিনেছিল কিংস ইলেভন পাঞ্জাব। ১৩ ম্যাচ খেলে তিনি করেছেন মাত্র ১০৮ রান। স্ট্রাইক রেট ১০১.৮৮। আর গড় ১৫.৪২। আর খোলামেলা আড্ডায় বীরেন্দ্র শেবাগ ম্যাক্সওয়েলকে '১০ কোটির চিয়ারলিডার' বললেন তিনি।
তিনি বলেন, গ্লেন ম্যাক্সওয়েল, ১০ কোটি টাকার এই চিয়ারলিডার পাঞ্জাবের জন্য ব্যয়বহুল হয়ে গেল। কয়েক বছর ধরেই খারাপ পারফর্ম করছে এই অজি ক্রিকেটার। আর এ বছরতো আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এটাকে বলে হাইলি পেইড ভ্যাকেশন।
শুধু ম্যাক্সওয়েলই নয়, আরও পাঁচ জন ক্রিকেটারের নাম বলেছেন শেবাগ যারা এবারের আইপিএলে হতাশজনক পারফর্ম করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ