পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম কোয়ালিফায়ারে রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাবর আজমের নেতৃত্বাধীন করাচি কিংস। তবে মুলতান সুলতানস হয়ে খেলা শহীদ আফ্রিদিদের সামনে আরও একটি সুযোগ রয়েছে। রবিবার দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে জিতলে ফাইনালে খেলার সুযোগ পাবে মুলতান।
শনিবার করাচির জাতীয় স্টেডিয়ামে নাটকীয় এক টাই। যে ম্যাচটি সহজেই জিততে পারতো করাচি কিংস, সেটিতে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে টাই করলো মুলতান সুলতানস। ফলে ম্যাচটি গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে মুলতান সুলতানসের পক্ষে বোলিং করেন সোহেল তানভীর। করাচি কিংসের হয়ে ব্যাটিংয়ে নামেন শারজিল খান আর শেরফান রাদারফোর্ড। প্রথম তিন বলে আসে মাত্র ৩ রান। এর মধ্যেই আউট হন শারজিল খান। কিন্তু পরের দুই বলে একটি চার আর একটি ছক্কা হাঁকিয়ে করাচির সমর্থকদের মুখে হাসি ফোটান রাদারফোর্ড। শেষ বলে অবশ্য তিনিও আউট হন। তবে ২ উইকেটে ১৩ রান তুলে জয়ের সম্ভাবনা তৈরি করে করাচি।
করাচি কিংসের হয়ে সুপার ওভারটি করেন মোহাম্মদ আমির। মুলতানের হয়ে ব্যাটিংয়ে নামেন রাইলি রুশো আর রবি বোপারা। আমির প্রথম তিন বলে মাত্র ৩ রান দেন। পরে টানা দুটি ওয়াইড করলেও শেষ তিন বলে খরচ করেন মোটে ৪ রান। ফলে বিনা উইকেটে ৯ রানেই থামতে হয় মুলতানকে।
শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর সুপার ওভারের এই জয়ে পাকিস্তান সুপার লিগের ফাইনালে নাম লিখিয়েছে করাচি কিংস।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন