আগামী সপ্তাহেই ইনজুরি সেরে ফ্রান্স জাতীয় দলের হয়ে মাঠে নামবেন কিলিয়ান এমবাপ্পে। দলের হেড কোচ এই ফরোয়ার্ডের ফেরার খবর নিশ্চিত করে জানিয়েছেন, সুইডেনের বিপক্ষে উয়েফা নেশনস লিগে নিজেদের পরের ম্যাচেই এমবাপ্পে খেলবেন।
এর আগে হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে লা ব্লুজদের হয়ে শেষ দুই ম্যাচে মাঠে নামতে পারেননি বিশ্বকাপজয়ী এই তারকা। যেখানে ফিনল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের হারের অঘটনের পর পর্তুগালের বিপক্ষে ১-০ গোলে জয় পায় ফ্রান্স।
এমবাপ্পেকে ছাড়া গত দুই ম্যাচে বাজেভাবে ভুগেছে ফ্রান্স। দুই ম্যাচে দলটি মাত্র এক গোল দিতে পেরেছে। তবে সুইডেনের বিপক্ষে পিএসজি ফরোয়ার্ড ফেরায় স্বস্তিতে রয়েছে দেশটি।
এমবাপ্পের ফেরা প্রসঙ্গে দেশম বলেন, ‘সে ফিরছে, সে প্রস্তুত।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ