উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্রথমবার ফাইনালে উঠে ম্যানসিটি। তবে ইউরোপের সেরা হওয়ার সুযোগটা অধরাই রয়ে গেল দলটির। দুর্দান্ত খেলেও আরেক ইংলিশ ক্লাব চেলসির কাছে ১-০ গোলে হারতে হয়েছে পেপ গার্দিওলার শিষ্যদের। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুললো চেলসি।
চাপ না নিয়ে ফাইনালের মঞ্চে সেরাটা খেলেই দল জিতেছে বলে ম্যাচ শেষে জানান চেলসি কোচ থমাস টুখেল। অন্যদিকে, চেলসিকে অভিনন্দন জানিয়ে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা জানান, সেরা দল নিয়ে মাঠে নেমেও ভাগ্য সহায় ছিল না বলে হারতে হয়েছে তাদের।
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা জানান, 'আমরা আমাদের সেরা দলটা নিয়েই মাঠে নেমেছি। যেভাবে আমরা দ্বিতীয়ার্ধে খেলেছি, তাতে একটা গোল অন্তত পাওয়া উচিত ছিল। কিন্তু ভাগ্য একেবারে আমাদের সহায় ছিল না। চেলসিকে চাপে রেখেও শেষ পর্যন্ত গোল করতে না পারায় আমরা হেরেছি। ভালো একটা ফাইনাল খেলেছি। আমরা পারিনি, চেলসি পেরেছে। অভিনন্দন চেলসিকে।'
বিডি প্রতিদিন/ ওয়াসিফ