১৭ সেপ্টেম্বর, ২০২১ ১৬:০৯

পাকিস্তানে গিয়ে না খেলেই ফিরে যাচ্ছে নিউজিল্যান্ড!

অনলাইন ডেস্ক

পাকিস্তানে গিয়ে না খেলেই ফিরে যাচ্ছে নিউজিল্যান্ড!

অনুশীলনে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা

প্রায় ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়ে না খেলেই ফিরে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আর তাতেই বাতিল হয়ে যায় তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির এই সিরিজটি।

আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ওয়ানডেটি শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও টস হয়নি ম্যাচের। এরইমধ্যে নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে এলো বিবৃতি। বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফর গুটিয়ে চলে যেতে চায় তারা।

নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্তে হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের দাবি, পাকিস্তানে সফরকারী দলের জন্য যে ধরনের নিরাপত্তা দেয়া হয়, তাতে কোনো শঙ্কার প্রশ্ন নেই।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজটির বাকি দুই ম্যাচ যথাক্রমে ১৯ ও ২১ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। এছাড়াও আগামী ২৫ সেপ্টেম্বর থেকে লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি সিরিজ।

এর আগে ২০০৩ সালে সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল কিউইরা। ওই সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছে তারা হোয়াইটওয়াশড হয়েছিল। এরপর ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের টিমবাসে হামলার পর সব আন্তর্জাতিক দলের সফর বন্ধ হয়ে যায়।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর