২০২০ সালের ১৮ ডিসেম্বর মিরপুরের হোম অব ক্রিকেটে বঙ্গবন্ধু কাপে চট্টগ্রামের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। এরপর ২০২১ সাল পুরোটা কেটেছে না খেলে।
বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলা হয়নি মাশরাফির। আজ সোমবার মাঠে ফিরছেন ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে ৪০১ দিন পর।
আজ বরিশালের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরে মাশরাফি খেলছেন মিনিস্টার ঢাকার হয়ে। শুরু থেকে খেলার কথা থাকলেও প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি চোটের কারণে। দলও হেরেছে দুই ম্যাচে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ