মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আবুধাবিতে রবিবার ফাইনালে আইরিশদের ৭ রানে হারিয়েছে বাংলাদেশ।
ওপেনিংয়ে নেমে দারুণ এক ফিফটি করলেন ফারজানা হক। অন্যরা ভালো করতে না পারায় পুঁজি যদিও বেশি বড় হয়নি। তবে বোলাররা যথারীতি মেলে ধরলেন নিজেদের।
২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ১২০ রান। ৫৫ বলে ৭ চারে ৬১ রান করেন ফারজানা। দুই অঙ্কে যেতে পারেন আর কেবল রুমানা আহমেদ (২১)। জবাবে ৭ উইকেটে ৫৮ রানের নড়বড়ে অবস্থানে থেকে ৯ উইকেটে ১১৩ পর্যন্ত যেতে পারে আয়ারল্যান্ড।
২৪ রানে ৩ উইকেট নেন রুমানা আহমেদ। মাত্র ১৬ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন সানজিদা আক্তার। নাহিদা আক্তার ও সোহেলি আক্তারও নেন ২টি করে উইকেট।
দুই দলেরই মূল টুর্নামেন্টে খেলা নিশ্চিত হয়েছিল আগেই। আবুধাবিতে রোববার ফাইনালে বাংলাদেশ জিতল ৭ রানে।
বিডি প্রতিদিন/নাজমুল