কদিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছে ইংল্যান্ড। তবে ফরম্যাট বদলে যেতেই যেন খেই হারিয়ে ফেললো দলটি।
অ্যাডিলেডে বৃহস্পতিবার দিবারাত্রির প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না ইংলিশরা। ছয় উইকেট ও ১৯ বল বাকি থাকতেই ইংল্যান্ডকে হারাল অজিরা।
টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছিল অস্ট্রেলিয়া। ডেভিড মালানের ১৩৪ রানে ভর করে ৯ উইকেটে ২৮৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ইংলিশরা। অথচ অজি বোলারদের তোপে ১১৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। তবে একটা প্রান্ত ধরে মালান খেলেন চোখ ধাঁধানো এক ইনিংস। এছাড়া জস বাটলার ২৯ আর শেষদিকে ডেভিড উইলি করেন ৩৪ রান।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন প্যাট কামিন্স আর অ্যাডাম জাম্পা।
জবাবে টপ অর্ডারের তিন হাফ সেঞ্চুরিতে জয় পেতে কষ্ট হয়নি অস্ট্রেলিয়ার। ৪৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯১ রান করে ম্যাচ জিতে যায়। অস্ট্রেলিয়ার ইনিংসে ডেভিড ওয়ার্নার ৮৬, ট্রাভিস হেড ৬৯ রান করেন। এছাড়া স্টিভ স্মিথ অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেন। ম্যাচ হেরে গেলেও ডেভিড মালানকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই