সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে ভারত। তারপরই বিশ্রামে পাঠানো হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলবে টিম ইন্ডিয়া।
সীমিত ওভারের এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কোচ রাহুল দ্রাবিড়কেও। তার পরিবর্তে দলের হেড কোচ হিসেবে নিউজিল্যান্ড উড়ে গিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। আর এই বিষয়টি নিয়েই প্রশ্ন তুলেছেন রবি শাস্ত্রী।
ভারতীয় দলের সাবেক কোচ শাস্ত্রীর প্রশ্ন, কোচকে কেন এত বিরতি দেওয়া হবে? তার মতে, ক্রিকেটারদের সঙ্গে আরও অনেক বেশি সময় কাটানো উচিত কোচের। তবেই দিনের শেষে ভাল ফলাফল মিলবে।
শাস্ত্রীর কথায়, আমি বিরতি নেওয়ায় বিশ্বাসী নই। আমি দল আর ছেলেদের বেশি করে বোঝার পক্ষে। গোটা দলকে চিনতে পারলেই তার উপর নিয়ন্ত্রণ রাখা যাবে। তাহলে এত বিশ্রাম কেন! কী জন্য প্রয়োজন এত বিশ্রামের? আইপিএল চলাকালীন দু’তিন মাস বিশ্রাম তো পাওয়াই যায়। একজন কোচের জন্য সেটাই যথেষ্ট। কোচ যে-ই হোক, আমার মনে হয় দলটা তার হাতে থাকা উচিত।
এই প্রথমবার নয়, এর আগে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছিল দ্রাবিড়কে। সেখানেও হেড কোচের ভূমিকা পালন করেছিলেন লক্ষ্মণ। আবার ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও বোলিং কোচ পরেশও বিশ্রাম পেয়েছিলেন। তাদের জায়গায় দায়িত্ব নেন ঋষিকেশ কান্তিকার এবং সাইরাজ বাহুতুলে। এমনকি গত এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও কোচ হিসেবে ভারতীয় ড্রেসিং রুমে ছিলেন লক্ষ্মণ। কারণ সেই সময় করোনা আক্রান্ত ছিলেন দ্রাবিড়।
রোহিতের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে পরাস্ত হয়েছে ভারত। তারপর থেকেই রোহিতের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পক্ষে দাবি তুলেছেন অনেকেই। এবার রবি শাস্ত্রীও একই পথে হাঁটলেন। তিনিও চান সংক্ষিপ্ত সংস্করণে ক্রিকেটে দলকে নেতৃত্ব দিন হার্দিক। ভারতের সাবেক কোচের মতে, রোহিতের চাপ কমিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে হার্দিককেই দায়িত্ব দেওয়া হোক।
বিডি প্রতিদিন/এমআই