পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম ব্যক্তি হিসেবে ইনস্টাগ্রামে ৫০০ মিলিয়নের মাইলফলক অতিক্রম করেছেন। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, নভেম্বর থেকে ৩৭ বছর বয়সী ফুটবল তারকার ইনস্টাগ্রামে ৫০০ মিলিয়ন অনুসারী (ফলোয়ার) রয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। মেসির রয়েছে ৩৭৬ মিলিয়ন ফলোয়ার।
এই দুই খেলোয়াড়ের বিশ্ববিখ্যাত সেলিব্রেটি যেমন মিডিয়া ব্যক্তিত্ব এবং মডেল কাইলি জেনার, সংগীত শিল্পী সেলেনো গোমেজ এবং অভিনেতা ও পেশাদার কুস্তিগীর জনসন যিনি ‘দ্য রক’ নামে পরিচিত তাদের থেকে অধিক ফলোয়ার রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কাইলি জেনারের ৩৭২ মিলিয়ন ফলোয়ার রয়েছে যা লিওনেল মেসির থেকে ৪ মিলিয়ন কম। সেলেনা গোমেজের রয়েছে ৩৫৭ মিলিয়ন ফলোয়ার, দ্য রকের রয়েছে ৩৪৮ মিলিয়ন ফলোয়ার।
শুধুমাত্র ইনস্টাগ্রামের ব্র্যান্ড অ্যাকাউন্টের রোনালদোর থেকে বেশি ফলোয়ার রয়েছে। এই অ্যাকাউন্টের ফলোয়ার রয়েছে ৫৬৯ মিলিয়ন।
বিডিপ্রতিদিন/কবিরুল