১৭ জুলাই, ২০২৩ ০৯:১৩

আবারও পিএসজিতে ফিরছেন সিমোন্স

অনলাইন ডেস্ক

আবারও পিএসজিতে ফিরছেন সিমোন্স

চাভি সিমোন্স

নিজ দেশের ক্লাবে এক বছর কাটিয়ে ফ্রান্সে ফিরছেন চাভি সিমোন্স। পুনরায় পিএসজিতে যোগ দিতে পিএসভি আইন্দহোভেন ছেড়ে গেছেন এই ডাচ মিডফিল্ডার।  

ডাচ ক্লাবটি এক বিবৃতিতে জানায়, পিএসজিতে চুক্তির কাজ সম্পন্ন করতে অনুশীলন ক্যাম্প ছেড়ে গেছেন ২০ বছর বয়সী এই ফুটবলার।

বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা সিমোন্স ২০১৯ সালে যোগ দেন পিএসজিতে। সেখানেই ২০২১ সালে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার। গত বছরের জুনে পাঁচ বছরের চুক্তিতে তিনি পাড়ি দেন পিএসভিতে। তবে সেখানে থাকলেন মাত্র এক বছর।

গত মৌসুমে নেদারল্যান্ডসের শীর্ষ লিগে পিএসভির দ্বিতীয় হওয়ায় বড় অবদান ছিল সিমোন্সের। লিগে ৩৪ ম্যাচে ১৯ গোল করার পাশাপাশি ৮টি অ্যাস্টিস্ট করেন তিনি। জেতেন লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। স্বদেশের ক্লাবটিতে তিনি জেতেন কেএনভিবি কাপ ও ইয়োহান ক্রুইগ শিল্ড।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর