অপরিকল্পিত ভবন নির্মাণে কুমিল্লা নগরী দিন দিন বিল্ডিং বস্তিতে রূপ নিচ্ছে। চলছে শুধু আকাশছোঁয়ার প্রতিযোগিতা। কিন্তু রাস্তা, ড্রেন এবং পার্কিংয়ের খবর নেই। সড়কগুলো ক্রমেই গিলে খাচ্ছে অপরিকল্পিতভাবে নির্মিত বহুতল আবাসিক আর বাণিজ্যিক এসব ভবন। এতে ভয়াবহ যানজট ও জলাবদ্ধতার কবলে পড়ে নগরবাসীকে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে সুষ্ঠু নগর পরিকল্পনার মাধ্যমে সড়ক সম্প্রসারণ ও ভবন নির্মাণের দাবি নগরবাসীর। নগরী ঘুরে এবং নগরবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, যেখানে সড়ক অনুযায়ী ৯ তলা ভবন তোলার কথা, সেখানে তোলা হয়েছে ১২ তলা ভবন। কিছু ভবনের প্রথম তলা ঠিক মাপে তোলা হলেও দ্বিতীয় তলা রাস্তার দিকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। নগরীর ৮০ ভাগ বাণিজ্যিক ও আবাসিক ভবনের নেই পার্কিং। গাড়ি রাখা হচ্ছে রাস্তায়, এতে যানজটে নগরবাসী দুর্ভোগে পড়ছে। পার্কিংয়ের স্থানে রেস্তোরাঁ ও গোডাউন করা হয়েছে। এদিকে ব্যাংক এবং ট্যাংকের শহর খ্যাত কুমিল্লা দিন দিন পুকুর শূন্য হয়ে যাচ্ছে। একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে। উজির দিঘিসহ কয়েকটি দিঘি-পুকুর ভরাটের পরিকল্পনা চলছে বলে জানা গেছে। পুকুর ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ ছাড়া অগ্নিকাণ্ডের সময় পানি দেওয়ার পুকুরেরও সংকট দেখা দিচ্ছে। সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক আহ্বায়ক বদরুল হুদা জেনু বলেন, অপরিকল্পিত নগরায়ণের কারণে কুমিল্লা বিল্ডিং বস্তিতে রূপ নিচ্ছে। আবাসিক শহর নামে খ্যাত কুমিল্লার সুনাম অনেক আগেই হারিয়ে গেছে। তবে কুমিল্লাবাসীর দুর্ভোগ কমাতে পরিকল্পিত নগরায়ণে এখনই নজর দিতে হবে। অপরিকল্পিত ভবন নির্মাণের বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, আমাদের থেকে একরকম অনুমোদন নিয়ে অনেকে অন্যরকমভাবে কাজ করছে। নিজেদের ম্যাজিস্ট্রেট থাকলে ব্যবস্থা নেওয়া যেত। এ বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
ইটের জঞ্জালে রূপ নিচ্ছে কুমিল্লা
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর