অপরিকল্পিত ভবন নির্মাণে কুমিল্লা নগরী দিন দিন বিল্ডিং বস্তিতে রূপ নিচ্ছে। চলছে শুধু আকাশছোঁয়ার প্রতিযোগিতা। কিন্তু রাস্তা, ড্রেন এবং পার্কিংয়ের খবর নেই। সড়কগুলো ক্রমেই গিলে খাচ্ছে অপরিকল্পিতভাবে নির্মিত বহুতল আবাসিক আর বাণিজ্যিক এসব ভবন। এতে ভয়াবহ যানজট ও জলাবদ্ধতার কবলে পড়ে নগরবাসীকে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে সুষ্ঠু নগর পরিকল্পনার মাধ্যমে সড়ক সম্প্রসারণ ও ভবন নির্মাণের দাবি নগরবাসীর। নগরী ঘুরে এবং নগরবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, যেখানে সড়ক অনুযায়ী ৯ তলা ভবন তোলার কথা, সেখানে তোলা হয়েছে ১২ তলা ভবন। কিছু ভবনের প্রথম তলা ঠিক মাপে তোলা হলেও দ্বিতীয় তলা রাস্তার দিকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। নগরীর ৮০ ভাগ বাণিজ্যিক ও আবাসিক ভবনের নেই পার্কিং। গাড়ি রাখা হচ্ছে রাস্তায়, এতে যানজটে নগরবাসী দুর্ভোগে পড়ছে। পার্কিংয়ের স্থানে রেস্তোরাঁ ও গোডাউন করা হয়েছে। এদিকে ব্যাংক এবং ট্যাংকের শহর খ্যাত কুমিল্লা দিন দিন পুকুর শূন্য হয়ে যাচ্ছে। একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে। উজির দিঘিসহ কয়েকটি দিঘি-পুকুর ভরাটের পরিকল্পনা চলছে বলে জানা গেছে। পুকুর ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ ছাড়া অগ্নিকাণ্ডের সময় পানি দেওয়ার পুকুরেরও সংকট দেখা দিচ্ছে। সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক আহ্বায়ক বদরুল হুদা জেনু বলেন, অপরিকল্পিত নগরায়ণের কারণে কুমিল্লা বিল্ডিং বস্তিতে রূপ নিচ্ছে। আবাসিক শহর নামে খ্যাত কুমিল্লার সুনাম অনেক আগেই হারিয়ে গেছে। তবে কুমিল্লাবাসীর দুর্ভোগ কমাতে পরিকল্পিত নগরায়ণে এখনই নজর দিতে হবে। অপরিকল্পিত ভবন নির্মাণের বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, আমাদের থেকে একরকম অনুমোদন নিয়ে অনেকে অন্যরকমভাবে কাজ করছে। নিজেদের ম্যাজিস্ট্রেট থাকলে ব্যবস্থা নেওয়া যেত। এ বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।
শিরোনাম
- মালয়েশিয়ায় ভূমিধসে শিশুসহ নিহত ১৩
- তিন মাসে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ পরিদর্শন করলেন ট্রেসি অ্যান জ্যাকবসন
- পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবস উদযাপন
- ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত
- পঞ্চগড়ে সমতলের চা বাগানে পোকার আক্রমণ
- দিনাজপুরে মহিলা পরিষদের মানববন্ধন
- দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
- চট্টগ্রামে হাত-পা বাঁধা অজ্ঞাত মরদেহ উদ্ধার
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬৬১
- ভুয়া প্রমাণ হলে জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ দিয়ে আইনানুগ ব্যবস্থা
- বাংলাদেশ ও উইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ
- রংপুরে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ৯৯০ বুথ, নিরাপত্তায় ২ হাজার পুলিশ
- পীরগাছায় পদ্মরাগ ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, ২০ যাত্রী আহত
- সঠিক সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র ও সার্বভৌমত্ব বিপন্ন হবে : দুদু
- নেত্রকোনায় ওজোন স্তর দিবসে আলোচনা সভা ও প্রকৃতিবন্ধন
- সার আমদানির চুক্তি অনুমোদনে সরকারের সুপারিশ
- ইকোনমিক পার্টারনশিপ এগ্রিমেন্ট দ্রুত স্বাক্ষরে আশাবাদী জাপানের রাষ্ট্রদূত
- পেঁয়াজ আমদানির আইপি উন্মুক্তের দাবি আমদানি-রপ্তানিকারকদের
ইটের জঞ্জালে রূপ নিচ্ছে কুমিল্লা
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর