অপরিকল্পিত ভবন নির্মাণে কুমিল্লা নগরী দিন দিন বিল্ডিং বস্তিতে রূপ নিচ্ছে। চলছে শুধু আকাশছোঁয়ার প্রতিযোগিতা। কিন্তু রাস্তা, ড্রেন এবং পার্কিংয়ের খবর নেই। সড়কগুলো ক্রমেই গিলে খাচ্ছে অপরিকল্পিতভাবে নির্মিত বহুতল আবাসিক আর বাণিজ্যিক এসব ভবন। এতে ভয়াবহ যানজট ও জলাবদ্ধতার কবলে পড়ে নগরবাসীকে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে সুষ্ঠু নগর পরিকল্পনার মাধ্যমে সড়ক সম্প্রসারণ ও ভবন নির্মাণের দাবি নগরবাসীর। নগরী ঘুরে এবং নগরবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, যেখানে সড়ক অনুযায়ী ৯ তলা ভবন তোলার কথা, সেখানে তোলা হয়েছে ১২ তলা ভবন। কিছু ভবনের প্রথম তলা ঠিক মাপে তোলা হলেও দ্বিতীয় তলা রাস্তার দিকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। নগরীর ৮০ ভাগ বাণিজ্যিক ও আবাসিক ভবনের নেই পার্কিং। গাড়ি রাখা হচ্ছে রাস্তায়, এতে যানজটে নগরবাসী দুর্ভোগে পড়ছে। পার্কিংয়ের স্থানে রেস্তোরাঁ ও গোডাউন করা হয়েছে। এদিকে ব্যাংক এবং ট্যাংকের শহর খ্যাত কুমিল্লা দিন দিন পুকুর শূন্য হয়ে যাচ্ছে। একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে। উজির দিঘিসহ কয়েকটি দিঘি-পুকুর ভরাটের পরিকল্পনা চলছে বলে জানা গেছে। পুকুর ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ ছাড়া অগ্নিকাণ্ডের সময় পানি দেওয়ার পুকুরেরও সংকট দেখা দিচ্ছে। সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক আহ্বায়ক বদরুল হুদা জেনু বলেন, অপরিকল্পিত নগরায়ণের কারণে কুমিল্লা বিল্ডিং বস্তিতে রূপ নিচ্ছে। আবাসিক শহর নামে খ্যাত কুমিল্লার সুনাম অনেক আগেই হারিয়ে গেছে। তবে কুমিল্লাবাসীর দুর্ভোগ কমাতে পরিকল্পিত নগরায়ণে এখনই নজর দিতে হবে। অপরিকল্পিত ভবন নির্মাণের বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, আমাদের থেকে একরকম অনুমোদন নিয়ে অনেকে অন্যরকমভাবে কাজ করছে। নিজেদের ম্যাজিস্ট্রেট থাকলে ব্যবস্থা নেওয়া যেত। এ বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।
শিরোনাম
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
ইটের জঞ্জালে রূপ নিচ্ছে কুমিল্লা
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর