অপরিকল্পিত ভবন নির্মাণে কুমিল্লা নগরী দিন দিন বিল্ডিং বস্তিতে রূপ নিচ্ছে। চলছে শুধু আকাশছোঁয়ার প্রতিযোগিতা। কিন্তু রাস্তা, ড্রেন এবং পার্কিংয়ের খবর নেই। সড়কগুলো ক্রমেই গিলে খাচ্ছে অপরিকল্পিতভাবে নির্মিত বহুতল আবাসিক আর বাণিজ্যিক এসব ভবন। এতে ভয়াবহ যানজট ও জলাবদ্ধতার কবলে পড়ে নগরবাসীকে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে সুষ্ঠু নগর পরিকল্পনার মাধ্যমে সড়ক সম্প্রসারণ ও ভবন নির্মাণের দাবি নগরবাসীর। নগরী ঘুরে এবং নগরবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, যেখানে সড়ক অনুযায়ী ৯ তলা ভবন তোলার কথা, সেখানে তোলা হয়েছে ১২ তলা ভবন। কিছু ভবনের প্রথম তলা ঠিক মাপে তোলা হলেও দ্বিতীয় তলা রাস্তার দিকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। নগরীর ৮০ ভাগ বাণিজ্যিক ও আবাসিক ভবনের নেই পার্কিং। গাড়ি রাখা হচ্ছে রাস্তায়, এতে যানজটে নগরবাসী দুর্ভোগে পড়ছে। পার্কিংয়ের স্থানে রেস্তোরাঁ ও গোডাউন করা হয়েছে। এদিকে ব্যাংক এবং ট্যাংকের শহর খ্যাত কুমিল্লা দিন দিন পুকুর শূন্য হয়ে যাচ্ছে। একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে। উজির দিঘিসহ কয়েকটি দিঘি-পুকুর ভরাটের পরিকল্পনা চলছে বলে জানা গেছে। পুকুর ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ ছাড়া অগ্নিকাণ্ডের সময় পানি দেওয়ার পুকুরেরও সংকট দেখা দিচ্ছে। সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক আহ্বায়ক বদরুল হুদা জেনু বলেন, অপরিকল্পিত নগরায়ণের কারণে কুমিল্লা বিল্ডিং বস্তিতে রূপ নিচ্ছে। আবাসিক শহর নামে খ্যাত কুমিল্লার সুনাম অনেক আগেই হারিয়ে গেছে। তবে কুমিল্লাবাসীর দুর্ভোগ কমাতে পরিকল্পিত নগরায়ণে এখনই নজর দিতে হবে। অপরিকল্পিত ভবন নির্মাণের বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, আমাদের থেকে একরকম অনুমোদন নিয়ে অনেকে অন্যরকমভাবে কাজ করছে। নিজেদের ম্যাজিস্ট্রেট থাকলে ব্যবস্থা নেওয়া যেত। এ বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।
শিরোনাম
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
ইটের জঞ্জালে রূপ নিচ্ছে কুমিল্লা
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর