মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

খোঁড়াখুঁড়িতে অতিষ্ঠ জনজীবন

আফজাল, টঙ্গী

খোঁড়াখুঁড়িতে অতিষ্ঠ জনজীবন

গাজীপুর মহনগরীর বিভিন্ন এলাকায় চলছে সড়ক ও ড্রেন নির্মাণের খোঁড়াখুঁড়ি। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দীর্ঘ সময় ধরে কাজ চলছে। সওজ কর্তৃপক্ষ ও সিটি করপোরেশন ড্রেন ও সড়ক নির্মাণে যে ভোগান্তি দিচ্ছে তাতে জনমনে ক্ষোভ বাড়ছে। এ ছাড়া মহাসড়কে চলছে বিআরটিএ প্রকল্পের খোঁড়াখুঁড়ি। সড়কে  চলাচলে এখন দুর্ভোগের শেষ নেই।

টঙ্গী ৫৬ নম্বর ওয়ার্ড হাফিজ উদ্দিন বেপারী রোডে দীর্ঘ দুই বছরেও ছোট্ট একটি ড্রেনের কাজ শেষ হয়নি। ৪৭ নম্বর ওয়ার্ড আবদুল গফুর খান রোডে ৫০০ মিটারের একটি ড্রেনের কাজ চলছে দীর্ঘ দুই বছর ধরে। নগরীর বিভিন্ন এলাকায় বছরের পর বছর চলছে ড্রেনের কাজ। এতে ড্রেনের কাজ করতে গিয়ে রাস্তায় বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

টঙ্গী জোনের সহকারী প্রকৌশলী মো. হানিফ বলেন, মেয়র স্যারের নির্দেশে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রতিনিয়ত চাপ দিচ্ছি দ্রুত কাজ শেষ করতে। ঠিকাদারি প্রতিষ্ঠান ভূইয়া ফার্মের এক প্রকৌশলী মো. রাজিব বলেন, আমরা কাজ করতে গেলে অনেক বাধা আসে, প্রতিটি রাস্তাই প্রশস্ত হচ্ছে। তাই কেউ জায়গা ছাড়তে চান না। কাজ করতে গেলে আমাদের হুমকির শিকার হতে হয়।

৫৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অ্যাড. আবদুস সাত্তার বলেন, এলাকায় কিছু লোক রয়েছে তারা জায়গা ছাড়তে রাজি নন। রাস্তা প্রশস্ত হলে এই রাস্তা দিয়ে কাউন্সিলর কিংবা মেয়র হাঁটবেন না, জনগণই হাঁটবেন। তাই জনস্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। গাজীপুর সিটির নির্বাহী প্রকৌশলী (পিডি) নুরুল আমিন ভূইয়া বলেন, ঠিকাদারদের সঙ্গে দফায় দফায় মিটিং হচ্ছে কাজ শেষ করার জন্য। বৃষ্টির সময় কাজ করলে কাজ দ্রুত শেষ হয় না।

গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেন, রাস্তা প্রশস্ত করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে। আবার নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা প্রশস্তকরণের সময় প্রায় ৩০ হাজার বাড়িঘর নিজ ইচ্ছায় সরিয়ে নিয়েছে। রাস্তার কাজ করতে গিয়ে শতাধিক মামলার আসামিও হয়েছি আমি। তার পরও থেমে নেই। আগামী প্রজন্ম এর সুফল ভোগ করবে।

সর্বশেষ খবর