গাজীপুরে সড়ক, মহাসড়ক, ফুটপাথসহ গুরুত্বপূর্ণ স্থানে অসংখ্য বাজার বসায় মানুষ হাঁটছে ঝুঁকিতে। ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। দীর্ঘদিন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান না হওয়ায় ফুটপাথ ও সড়ক দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট ও বাজার। দখলকারীরা এসব দোকান থেকে মাসে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছে। স্থানীয় প্রশাসন দেখেও যেন না দেখার ভান করছে। ফুটপাথ ও সড়কের একাংশ দখলের কারণে, যানজট নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সরেজমিন ঘুরে জানা যায়, গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক, মহাসড়ক ও ফুটপাথ এখন দখলদারদের দখলে। মানুষের চলাচলের পথ বন্ধ করে দোকান ও বাজার বসিয়ে দুর্ভোগ তৈরি করছে দখলবাজরা। এসব দখলবাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় দিন দিন এর সংখ্যা বেড়েই চলছে। দখলদাররা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশের সহযোগিতা নিয়ে ফুটপাথের জায়গায় শত শত দোকান বসিয়ে চাঁদা আদায় করছে। এর মধ্যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার মিতালী পাম্প থেকে শুরু করে আবদুল্লাহপুর পর্যন্ত, টঙ্গী বাজার হাজী মার্কেট, বস্তা পট্টি, গরুর-হাট, বৌ-বাজার রেললাইন, অপরদিকে টঙ্গী পৌরসভার সামনে, কলেজ গেট, টঙ্গী স্টেশন রোড, গাজীপুরা, সাতাইশ, কালিগঞ্জ সড়কে টিঅ্যান্ডটি বাজার, মিরের বাজার, পূবাইল বাজার, বড়বাড়ি, গাছা, বাসন, জয়দেবপুর, শিমুলতলী, কোনাবাড়ী, কাশিমপুর, সালনাসহ নগরীর বিভিন্ন এলাকায় সড়ক দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট ও বাজার। টঙ্গী আরিচপুর গরু-হাটা রোডে গরু ছাগলের অবৈধ বাজার বসানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলছেন, দখলদাররা পুলিশকে মোটা অঙ্কের মাসোয়ারা দিয়ে দোকান বসিয়ে লাখ লাখ টাকা চাঁদা তুলছে, আর মানুষকে দুর্ভোগে ফেলছে। তবে পুলিশ কর্তৃপক্ষ ফুটপাথ থেকে চাঁদা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। এ ব্যাপারে টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার পীযূষ কুমার বলেন, একদিকে উচ্ছেদ করার পর আবার কয়েক ঘণ্টার মধ্যে দখল হয়ে যাচ্ছে। এসব রোধে কিংবা ফুটপাথ দখলমুক্ত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
শিরোনাম
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
সড়ক ও মহাসড়কে অবৈধ বাজার
আফজাল, টঙ্গী
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর