গাজীপুরে সড়ক, মহাসড়ক, ফুটপাথসহ গুরুত্বপূর্ণ স্থানে অসংখ্য বাজার বসায় মানুষ হাঁটছে ঝুঁকিতে। ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। দীর্ঘদিন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান না হওয়ায় ফুটপাথ ও সড়ক দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট ও বাজার। দখলকারীরা এসব দোকান থেকে মাসে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছে। স্থানীয় প্রশাসন দেখেও যেন না দেখার ভান করছে। ফুটপাথ ও সড়কের একাংশ দখলের কারণে, যানজট নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সরেজমিন ঘুরে জানা যায়, গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক, মহাসড়ক ও ফুটপাথ এখন দখলদারদের দখলে। মানুষের চলাচলের পথ বন্ধ করে দোকান ও বাজার বসিয়ে দুর্ভোগ তৈরি করছে দখলবাজরা। এসব দখলবাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় দিন দিন এর সংখ্যা বেড়েই চলছে। দখলদাররা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশের সহযোগিতা নিয়ে ফুটপাথের জায়গায় শত শত দোকান বসিয়ে চাঁদা আদায় করছে। এর মধ্যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার মিতালী পাম্প থেকে শুরু করে আবদুল্লাহপুর পর্যন্ত, টঙ্গী বাজার হাজী মার্কেট, বস্তা পট্টি, গরুর-হাট, বৌ-বাজার রেললাইন, অপরদিকে টঙ্গী পৌরসভার সামনে, কলেজ গেট, টঙ্গী স্টেশন রোড, গাজীপুরা, সাতাইশ, কালিগঞ্জ সড়কে টিঅ্যান্ডটি বাজার, মিরের বাজার, পূবাইল বাজার, বড়বাড়ি, গাছা, বাসন, জয়দেবপুর, শিমুলতলী, কোনাবাড়ী, কাশিমপুর, সালনাসহ নগরীর বিভিন্ন এলাকায় সড়ক দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট ও বাজার। টঙ্গী আরিচপুর গরু-হাটা রোডে গরু ছাগলের অবৈধ বাজার বসানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলছেন, দখলদাররা পুলিশকে মোটা অঙ্কের মাসোয়ারা দিয়ে দোকান বসিয়ে লাখ লাখ টাকা চাঁদা তুলছে, আর মানুষকে দুর্ভোগে ফেলছে। তবে পুলিশ কর্তৃপক্ষ ফুটপাথ থেকে চাঁদা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। এ ব্যাপারে টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার পীযূষ কুমার বলেন, একদিকে উচ্ছেদ করার পর আবার কয়েক ঘণ্টার মধ্যে দখল হয়ে যাচ্ছে। এসব রোধে কিংবা ফুটপাথ দখলমুক্ত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
শিরোনাম
- শিবচরে সরকারি হাসপাতালে রোগীদের খাবার দিতে বিলম্ব, স্বজনদের ক্ষোভ
- ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
- কারাগারে আবুল বারকাত
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের