গাজীপুরে সড়ক, মহাসড়ক, ফুটপাথসহ গুরুত্বপূর্ণ স্থানে অসংখ্য বাজার বসায় মানুষ হাঁটছে ঝুঁকিতে। ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। দীর্ঘদিন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান না হওয়ায় ফুটপাথ ও সড়ক দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট ও বাজার। দখলকারীরা এসব দোকান থেকে মাসে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছে। স্থানীয় প্রশাসন দেখেও যেন না দেখার ভান করছে। ফুটপাথ ও সড়কের একাংশ দখলের কারণে, যানজট নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সরেজমিন ঘুরে জানা যায়, গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক, মহাসড়ক ও ফুটপাথ এখন দখলদারদের দখলে। মানুষের চলাচলের পথ বন্ধ করে দোকান ও বাজার বসিয়ে দুর্ভোগ তৈরি করছে দখলবাজরা। এসব দখলবাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় দিন দিন এর সংখ্যা বেড়েই চলছে। দখলদাররা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশের সহযোগিতা নিয়ে ফুটপাথের জায়গায় শত শত দোকান বসিয়ে চাঁদা আদায় করছে। এর মধ্যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার মিতালী পাম্প থেকে শুরু করে আবদুল্লাহপুর পর্যন্ত, টঙ্গী বাজার হাজী মার্কেট, বস্তা পট্টি, গরুর-হাট, বৌ-বাজার রেললাইন, অপরদিকে টঙ্গী পৌরসভার সামনে, কলেজ গেট, টঙ্গী স্টেশন রোড, গাজীপুরা, সাতাইশ, কালিগঞ্জ সড়কে টিঅ্যান্ডটি বাজার, মিরের বাজার, পূবাইল বাজার, বড়বাড়ি, গাছা, বাসন, জয়দেবপুর, শিমুলতলী, কোনাবাড়ী, কাশিমপুর, সালনাসহ নগরীর বিভিন্ন এলাকায় সড়ক দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট ও বাজার। টঙ্গী আরিচপুর গরু-হাটা রোডে গরু ছাগলের অবৈধ বাজার বসানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলছেন, দখলদাররা পুলিশকে মোটা অঙ্কের মাসোয়ারা দিয়ে দোকান বসিয়ে লাখ লাখ টাকা চাঁদা তুলছে, আর মানুষকে দুর্ভোগে ফেলছে। তবে পুলিশ কর্তৃপক্ষ ফুটপাথ থেকে চাঁদা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। এ ব্যাপারে টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার পীযূষ কুমার বলেন, একদিকে উচ্ছেদ করার পর আবার কয়েক ঘণ্টার মধ্যে দখল হয়ে যাচ্ছে। এসব রোধে কিংবা ফুটপাথ দখলমুক্ত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল