সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রতিষ্ঠার পর থেকে নগরীর সৌন্দর্যবর্ধনে বিভিন্ন সময় সড়কের গোলচত্বরে স্থাপনা নির্মাণ করেছে নগর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠার ২২ বছরে বিভিন্ন গোলচত্বরে অন্তত ১০ থেকে ১৫টি স্থাপনা গড়ে তোলা হয়েছে। এগুলোর কোনোটি সিসিকের নিজস্ব অর্থায়নে আবার কোনোটি দাতা প্রতিষ্ঠানের মাধ্যমে। প্রতিষ্ঠালগ্নে এসব স্থাপনা নগরবাসীর কাজে এলেও এখন সেগুলো চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অপরিকল্পিতভাবে সড়ক প্রশস্ত করার কারণে অধিকাংশ চত্বরের স্থাপনাই এখন সড়কের এক পাশে চলে গেছে। কোনোটি সড়কের চত্বরের মাঝখানে থাকলেও নিয়ম মেনে সেগুলো ঘুরে যান চলাচল করছে না। এ পরিস্থিতিতে কয়েকটি চত্বরের স্থাপনা ‘ট্রাফিক সায়েন্সের’ সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। এসব চত্বরের স্থাপনা অপসারণ অথবা পুনর্বিন্যাসের জন্য সিটি করপোরেশনকে প্রস্তাবনা দিয়েছে এসএমপি। অপরিকল্পিতভাবে সড়ক প্রশস্ত করায় নগরীর হুমায়ুন রশিদ চত্বর, নাইরপুল, নয়াসড়ক, কোর্টপয়েন্ট, রিকাবীবাজার, আম্বরখানা, বর্ণমালা পয়েন্টসহ বেশ কয়েকটি পয়েন্টের স্থাপনা সড়কের এক পাশে চলে গেছে। কোনোটির কারণে আবার যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। একই অবস্থা অন্যান্য চত্বরেও। ট্রাফিক পুলিশের দায়িত্বরত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সড়ক প্রশস্ত করার কারণে আম্বরখানা চত্বরে নির্মিত স্থাপনাটি এক পাশে চলে গেছে। এতে যানবাহন শৃঙ্খলায় আনতে আরও কষ্ট হচ্ছে। স্থপতি ও নগর পরিকল্পনাবিদ রাজন দাশ বলেন, ছোট সড়কে বিউটিফিকেশনের নামে অপরিকল্পিত স্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এটা ঠিক নয়। আগে শহরকে তৈরি করতে হবে। পরে শহরকে সাজাতে হবে। বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে শহরে খোলা জায়গা রাখা। তিনি বলেন, ‘পরিকল্পনামাফিক না এগোলে পাঁচ বছর পর সিলেট নগরীতে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। আর ১০ বছর পর যে অবস্থা হবে, তখন আমাদের কিছু করার থাকবে না। সিটি করপোরেশনে অনেক কাজ হয়েছে কিন্তু পরিকল্পনার অভাব ছিল। এখন থেকে মাস্টারপ্ল্যান করেই এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এ স্থপতি। নগরীর যেসব গোলচত্বরের স্থাপনাগুলো ‘ট্রাফিক সায়েন্সের’ সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে সেগুলো অপসারণ করতে চায় ট্রাফিক বিভাগ। এ নিয়ে গত ৪ ফেব্রুয়ারি সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে বৈঠকে এসব স্থাপনা অপসারণ করাসহ নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে বেশ কয়েকটি প্রস্তাবনা দিয়েছে এসএমপি। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘নগরীর বিভিন্ন চত্বরের মধ্যে হুমায়ুন রশিদ চত্বর কোনোভাবেই ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যায় না। এটা সম্পূর্ণ অপরিকল্পিত একটি চত্বর। এটা ত্রিভুজ আকৃতির। এখানে ট্রাফিককে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এটা অপসারণ করতে হবে নতুবা পুনর্বিন্যাস করতে হবে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
গোলচত্বর এখন গলার কাঁটা
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর