সোমবার, ১১ মার্চ, ২০১৯ ০০:০০ টা
ডাকসু নির্বাচন : বিশেষ আয়োজন

ডাকসুর হারানো গৌরব ফিরে আসবে : আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

ডাকসুর হারানো গৌরব ফিরে আসবে : আখতারুজ্জামান

ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান বলেছেন, উপমহাদেশের অন্যতম ঐহিত্যবাহী বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। শতাব্দীর শিক্ষা এবং রাজনীতির সব চেতনা ধারণ করে আছে এই বিদ্যাপীঠ। আগামী ২০২১ সালে বিশ্ববিদ্যালয়টি শত বছর পালন করবে। একই সঙ্গে ২০২১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হবে। এই ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো সামনে রেখে দীর্ঘ ২৮ বছর পর যে ডাকসুর নির্বাচন হচ্ছে, তা অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন পর নির্বাচনের আয়োজন করায় আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য সরকার সব ধরনের সহায়তা করেছে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই থেকে ১৯৫২-এর ভাষা সংগ্রাম, আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন, ’৬২-এর আন্দোলন, ১৯৬৬-এর ৬ দফা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭০-এর নির্বাচন এবং ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। কাজেই এ নির্বাচনে আমার প্রত্যাশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অতীতের সব ঐতিহ্যকে ধারণ করে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগ প্যানেলে তাদের সমর্থন ব্যক্ত করবেন।

 

 

সর্বশেষ খবর