যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ইড্রিস ডার্মাটোলজি’র প্রতিষ্ঠাতা এবং ত্বক বিশেষজ্ঞ শেরিন ইড্রিস রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত প্রতিবেদনে বলেন, ‘নারীদের ক্ষেত্রে ৪০-এ পা দেওয়ার পর গলায় ব্রণ হওয়া অস্বাভাবিক নয়। এটা সাধারণ ঘটনা।’ সাধারণত দুই ধরনের মানুষ এতে বেশি আক্রান্ত হন। প্রথমত যারা নিয়মিত শরীরচর্চা করেন, অতিরিক্ত ঘামেন। তবে ঘামার পরপরই গোসল করেন না। দ্বিতীয়ত যারা হরমোনজনিত ব্রণের সমস্যায় ভুগছেন। চল্লিশোর্ধ্ব নারীদের অনেকে ঋতুবন্ধ বা ‘পেরিমেনোপজ’ ধাপে থাকেন। শরীরে ইস্ট্রোজেন হরমোন কমে যায় এবং টেস্টোস্টেরন বেশি সক্রিয় হয়ে ওঠে। ফলে চোয়াল, গলা ও ঠোঁটের নিচে অতিরিক্ত তেল উৎপাদন শুরু হয়, যা ব্রণের অন্যতম কারণ।
ডা. ইড্রিস গলায় নিয়মিত পরিচ্ছন্নতার পরামর্শ দেন, ‘সপ্তাহে দুবার গোসলের সময় ‘বেনজয়েল পারঅক্সাইড’ যুক্ত ফেসওয়াশ ব্যবহার করতে হবে। এটি ব্যাকটেরিয়া ধ্বংসে সাহায্য করে। ‘আলফা হাইড্রোক্সি অ্যাসিড’, যেমন- গ্লাইকোলিক অ্যাসিডযুক্ত ক্রিম খুঁজে নিতে পারেন। পাশাপাশি ‘হাইপোক্লোরাস অ্যাসিড’ স্প্রে ব্যবহার করা ভালো। এটি ত্বকের জন্য একটি সুরক্ষা স্তর তৈরি করে।