স্ক্যাল্প সানস্ক্রিন মূলত মাথার ত্বক ও চুলকে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। দীর্ঘক্ষণ রোদের সংস্পর্শে থাকলে সেখানে হতে পারে জ্বালাভাব, লালচে দাগ, চুলকানি এমনকি চর্মরোগের আশঙ্কাও। শুধু তাই নয়, চুলেরও ক্ষতি হয়। চুল হয়ে পড়ে রুক্ষ, ভঙ্গুর আর জট পড়ে যায়। সূর্যের রশ্মি চুলের কিউটিকল ভেঙে দেয় এবং চুলের গঠনকারী প্রোটিন ‘কেরাটিন’ নষ্ট করে ফেলে।
আপনার ত্বক যেমন সানস্ক্রিন ছাড়া চলতে পারে না, তেমনি স্ক্যাল্পকেও সুরক্ষা দিতে প্রয়োজন। সানস্ক্রিন যতই ব্যবহার করুন না কেন, তা মুখ, শরীর আর চুলের ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা চুল রং করান, তাঁদের জন্য তো আরও সতর্কতা দরকার। আপনার কাক্সিক্ষত ওম্ব্রে বা হাইলাইট করা চুল রোদে বের হয়ে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কষ্টটাই বৃথা। কারণ রং করা চুল সূর্যের রশ্মিতে আরও দ্রুত ফিকে হয়ে যায় এবং বেশি ক্ষতির মুখে পড়ে।
কীভাবে ব্যবহার করবেন?
স্ক্যাল্পে সানস্ক্রিন স্প্রে কিছুটা অস্বাভাবিক মনে হতে পারে। তবে এর পেছনের বৈজ্ঞানিক যুক্তি বুঝলে গুরুত্বটা স্পষ্ট হবে। আপনি যদি চুলের মাঝের ফাঁকা অংশে হালকা করে সানস্ক্রিন স্প্রে করেন, সেটাই স্ক্যাল্পকে সুরক্ষা দেয়। তবে শুধু স্প্রে করলেই হবে না। অতিরিক্ত সুরক্ষার জন্য সঙ্গে রাখতে পারেন ক্যাপ বা ছাতা। বিশেষত রোদ বেশি থাকলে এই ফর্মুলা দারুণ কার্যকর।