৯ দফা দাবিতে বাংলাদেশজুড়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে রাজধানীর রামপুরা-বাড্ডা এলাকায় বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। তাদের কণ্ঠে শুধু ৯ দফার স্লোগান। স্লোগানে স্লোগানে উত্তাল হয়েছে পুরো এলাকা।
শনিবার দুপুর ১২টায় রামপুরা-বাড্ডার সড়কে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এসময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস, জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’- সহ সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি। আমরা বিশ্বাস করি এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কোনোরকমের আক্রমণ করবে না।
এর আগে শুক্রবার রাতে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদ, ৯ দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
বিডি প্রতিদিন/আরাফাত