শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপ সম্প্রতি চীনের বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স ব্র্যান্ড চিগো গ্রুপের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির ফলে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ বাংলাদেশে চিগো ব্র্যান্ডের এয়ার কন্ডিশনারের বাজারজাতকরণ, বিক্রয়, বিক্রয়োত্তর সেবা দান প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়।
মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান জনাব এম এ রাজ্জাক খান রাজ এবং চিগো গ্রুপের ওভারসিজ মার্কেটিং কোম্পানির ভাইস জেনারেল ম্যানেজার ব্রুস স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা চুক্তিটিতে স্বাক্ষর করেন।
এসময় মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজের জ্যেষ্ঠ ছেলে আল আকসা তানজিম খান ও একই প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন এবং অপারেশন বিভাগের প্রধান তানজির হোসেন এবং চিগো গ্রুপের পক্ষে থেকে কোম্পানিটির এশিয়া প্যাসেফিকের রিজিওনাল ম্যানেজার ইরউইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ বলেন, “চিগো গ্রুপের সাথে মিনিস্টার -মাইওয়ান গ্রুপর এই চুক্তিটি দুই দেশের ব্যবসা প্রসারে একটি নতুন অধ্যায় সূচনা করবে। আমরা চিগো’র উদ্ভাবনী ও আর্ন্তজাতিক গুণগতমান সম্পন্ন নির্ভরযোগ্য ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের দেশের বাজারে আনতে পেরে অত্যন্ত আনন্দিত। কারণ বাংলাদেশে উন্নতমানের চিগো এসি পৌঁছে দেওয়া আমাদের নিজস্ব অঙ্গীকারের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আশা করি দেশের ক্রেতা সাধারণ সুলভ মূল্যে বিশ্বখ্যাত চিগোর এয়ার কন্ডিশনার পেয়ে খুশি হবে।’’
বিডি প্রতিদিন/এএম