কুমিল্লায় ৯৬ জন আনসার সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২২ জন আনসার সদস্য রয়েছেন। বেআইনিভাবে সমাবেশে যোগদান, সচিবালয় ঘেরাও করার অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়। কুমিল্লার আনসার-ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুটেন্ট মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুমিল্লা জেলায় প্রায় ১১০০ অনসার সদস্য কর্মরত আছেন। বিধিবহির্ভূত কাজ করেছেন এমন ৯৬ জনের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি।