নীলফামারীর ডোমারে শান্ত ইসলাম (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের ভেলসিপাড়া মোলানি এলাকা রেল ব্রিজের নিচে পানি থেকে লাশটি উদ্ধার করা হয়। শান্ত সৈয়দপুর পৌরসভার হাত্তিখানা এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
ওসি আরিফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।