নারায়ণগঞ্জের আড়াইহাজারে গভীর রাতে কৌশলে জানালা খুলে ঘরে ভিতরে ঢুকে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দৃবুর্ত্তরা। তার নাম আলমগীর হোসেন (৪০)। তিনি ওই গ্রামের মৃত শরাফত আলীর ছেলে।
বুধবার গভীর রাতে উপজেলার গোপালদী পৌরসভার সোনাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় তার স্ত্রী আসমা আক্তার (৩৫) ছুরিকাঘাতে আহত হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন নিহতের স্ত্রী আছমা আক্তার জানান, বুধবার রাতে তারা পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে বোরকা পরিহিত ৫/৬ জন দুর্বৃত্ত কৌশলে টিনশেড ভবনের দরজা খুলে ভিতরে প্রবেশ করেই মশারি উল্টিয়ে আলমগীরকে পেটে ছুরিকাঘাত করে। বাধা দিতে গেলে তার স্ত্রী আছমাকেও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাড়ির লোকজন টের পেয়ে আলমগীরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ লাশ উদ্ধার করে বৃহষ্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠায়।
ঘটনার সময় দুর্বৃত্তরা সামনে পেয়ে কোনও জিনিসপত্র নেয়নি বলে জানান নিহতের স্ত্রী আছমা।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, নিহতের সাথে কারো পূর্ব শত্রুতা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
বিডি প্রতিদিন/একেএ