এক দফা দাবিতে ছাত্র-জনতার ঢল নেমেছে সিরাজগঞ্জে। সেখানে শাহজাদপুরের সংসদ সদস্য চয়ন ইসলামের বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার সকাল ১০টা থেকে শহরের কেন্দ্র বাজার স্টেশন ও ডিসি অফিস এলাকায় হাজার হাজার ছাত্র জনতার ঢল নামে।
সকলে লাঠি সোটা নিয়ে ডিসি অফিস ও বাজার স্টেশনে এলাকায় ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর চালানো হয় ডিসি অফিস কার্যালয়েও। এখনও শহরের এলাকায় ছাত্র-জনতা লাঠি সোটা নিয়ে অবস্থান করছে। একই সঙ্গে রাস্তায় টায়ার ও মোটরসাইকেল জ্বালিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে।
বিডি প্রতিদিন/একেএ