দেশজুড়ে সরকার পতনের এক দফা আন্দোলন ও সহিংসতার প্রতিবাদে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ। সকালে সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে অবস্থান নেন মহানগরের নেতাকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি আসাদুজ্জামান আসাদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ নেতৃবৃন্দ। পরে কামারুজ্জামান চত্বরে সমাবেশ করে আওয়ামী লীগ। বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।
সকালে পুঠিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে মহাসড়কে অবস্থান নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ দারা। মিছিলটি রাজশাহী-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে সহযোগিতা করে। বাঘা উপজেলায় সহিংসতা বিরোধী মিছিল করেছে ছাত্রলীগ।
বিডি প্রতিদিন/এএ