দেশের চলমান রাজনৈতিক সংকট ও পরিস্থিতিতে ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে জামালপুরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশে কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
রবিবার বাংলাদেশে কমিউনিস্ট পার্টি জামালপুর জেলার সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাজহারুল ইসলামের সভাপতিত্বে দলীয় কর্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সিপিবি এর সাধারণ সম্পাদক মারুফ আহমেদ খান মানিক লিখিত বক্তব্যে বলেন, গত কয়েকদিনে দেশে একদিকে যেমন রাষ্ট্র সরকারের পক্ষ থেকে স্মরণকালের ভয়াবহতম রাজনৈতিক দমন, পীড়ন, হত্যাযঙ্গ চালানো হয়েছে আর অপরদিকে ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদসহ ২ শতাধিক শহীদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জনান এবং নতুন প্রজন্মের অকৃতোভয় বীর ছাত্র জনতাকে অভিনন্দন জানিয়ে একাত্মতা প্রকাশ করেন।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিবির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাস, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, জেলা কমিটির সংগঠক জাহিদুল ইসলাম জুয়েল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ