দিনাজপুরে চালককে ছুরিকাঘাত করে অটোবাইক ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউপির নওশনদিঘি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অটোবাইক চালককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গণপিটুনিতে নিহতরা হলেন দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী এলাকার শুভ মেরাজ (২০) ও উপশহর ৪ নং ব্লকের তারেক (১৭)। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই এলাকার স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত ১২টার দিকে দুই ছিনতাইকারী অটোবাইক ভাড়া নিয়ে দিনাজপুর সদরের রামসাগরের পেছনে নিয়ে যায়। এ সময় তারা চালককে ছুরিকাঘাত করে অটোবাইক ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাদের আটক করে গণধোলাই দেয়। অসুস্থ হয়ে পড়লে রাত ৩টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএ