বাগেরহাটের মোল্লাহাটে বাসের পেছনে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোল্লাহাট উপজেলার মেঝের গাওলা গ্রামের রাজা সরদারের ছেলে অমিত সরদার (২৪) ও লিয়াকত শেখের ছেলে রানা শেখ (২৫)।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু এতথ্য নিশ্চিত করে জানান, রবিবার সকালে মোটরসাইকেলে করে দুই যুবক বাগেরহাট-মাওয়া মহাসড়ক দিয়ে মোল্লাহাট উপজেলা সদরে যাচ্ছিলেন। মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত বাসের পেছনে ধাক্কা দিলে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম