গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও অপর ৫ জন আহত হয়েছেন। নিহত ও আহতরা মাইক্রোবাস ও বাসের যাত্রী। শুক্রবার বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে মাইক্রোবাসটি খুলনার দিকে যাচ্ছিল এবং যাত্রিবাহী বাসটি খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছালে এদের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মাইক্রোবাসের ড্রাইভার নিহত হয়। আহত হয় মাইক্রেবাসের অপর তিন যাত্রী এবং বাসের দুই যাত্রী।
আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত মাইক্রোবাসের ড্রাইভারের নাম পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। এ ঘটনায় প্রায় এক ঘন্টা রাস্তায় যানবাহন চলাচল বন্ধ ছিল।
বিডি প্রতিদিন/এএম