বন্যার্তদের জন্য চুয়াডাঙ্গায় শিক্ষার্থী, চিকিৎসকসহ বিভিন্ন সংগঠন ত্রাণ সংগ্রহ শুরু করেছে। সাধারণ মানুষ স্ব-উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অনেকেই নিজেদের বাড়ির কাপড় চোপড় পৌছে দিচ্ছেন ত্রাণের গাড়ির কাছে। নগদ টাকাও দিচ্ছেন অনেকে।
ত্রাণ সংগ্রহের জন্য শহরে মাইকিং প্রচারণা চলছে। প্রচারণার স্থানেই ত্রাণ গ্রহণ করা হচ্ছে। ত্রাণ সংগ্রহের কাজে নিয়োজিত শিক্ষার্থীরা বলেন, ইতিমধ্যেই যা সংগ্রহ হয়েছে তা রবিবারের মধ্যে পৌছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/এএম