বন্যায় আক্রান্তদের মানবিক সহায়তার জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীর এক দিনের বেতনের সমপরিমান অর্থ প্রদান করার হবে দুর্গতদের জন্য। পাশাপাশি বন্যার্তদের জরুরী খাদ্য সহায়তার জন্য শুকনো খাবারসহ অন্যান্য সামগ্রীর ৭০০ প্যাকেট ঢাকার নৌবাহিনীর ঘাটিতে প্রদান করা হয়েছে। যা আগামীকাল রবিবার দুর্গতদের মাঝে বিতরণ করা হবে।
পায়রা বন্দরের উপ পরিচালক ট্রাফিক আজিজুর রহমান জানান, বন্যার্ত ৭০০ পরিবারকে সহায়তা করার জন্য শুকনো খাদ্য, বিস্কুট, চিড়া, পানি, ওষুধ ইত্যাদি সম্বলিত ৭০০ প্যাকেট খাদ্যসামগ্রী ঢাকাস্থ নৌবাহিনী ঘাটিতে প্রদান করা হয়েছে। যা আগামী ২৫ আগস্ট উক্ত প্যাকেট জাত খাদ্যসামগ্রী ফেনি/পশুরাম এলাকায় নৌবাহিনীর নিয়োজিত কন্টিনজেন্টের মাধ্যমে বিতরণ করা হবে। প্রতিটি প্যাকেটে মুড়ি-১ কেজি, চিড়া-১ কেজি, বিস্কুট ১০ প্যাকেট, খেজুর -১০০ গ্রাম, কাস্টাড কেক-৩ পিচ, ওরস্যালাইন ৮টি, চিনি ১ কেজি, মোমবাতি-২ টি, লাইটার ১টি ও পানি-২.৫ লিটার করে দেয়া হবে।
এছাড়াও বন্যার্তদের মানবিক সহায়তায় ওই সংস্থার কর্মকর্তা/কর্মচারীবৃন্দের সেচ্ছায় ১ (এক) দিনের বেতনের সমপরিমাণ অর্থ শিগগিরই মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ তহবিলে জমা প্রদান করা হবে। এ লক্ষ্যে পায়রা বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের পাইলট মেহেদি হাসানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে কমিটি ইতোমধ্যে কর্যক্রম শুরু করেছে।
বিডি প্রতিদিন/হিমেল